ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ভূমি অফিসের সেই দুই কর্মচারীকে বদলি করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সানোয়ার হোসেনকে গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়ন ভূমি অফিসে ও অফিস সহায়ক আহাম্মদ আলীকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ঘুস নিচ্ছেন আর বলছেন ‘টাকা হইছে হাতের ময়লা’, ভিডিও ভাইরাল
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, উভয়পক্ষের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বদলি করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, ২২ নভেম্বর রাজিবপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সানোয়ার হোসেন ও অফিস সহায়ক আহাম্মদ আলীর ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ভাইরাল হয়। এরপর ভুক্তভোগীরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গণস্বাক্ষরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে ২৬ নভেম্বর (রোববার) অফিস সহায়ক আহাম্মদ আলী ও নায়েবকে তলব করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। একই সঙ্গে উপস্থিত ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বদলি করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এএসএম