চুয়াডাঙ্গায় মাদক মামলায় খোরশেদ আলম নামে এক মাদক কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২৬ জুলাই ভারত থেকে ফেনসিডিলের বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় খোরশেদ আলমকে আটক করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম বাদী দামুড়হুদা থানায় একজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিক একই বছরের ৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবকের ৩ বছরের জেল
৯ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। রায়ে ১০ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
হুসাইন মালিক/জেএস/এমএস