দেশজুড়ে

মাদারীপুরে আ.লীগের দু`গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ১৫

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ৮ জন। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সানোয়ার হোসেন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী নির্বাচনে অংশগ্রহণ করলেও দুই প্রার্থীই পরাজিত হয়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মাঝেই ক্ষোভ বিরাজ করছিল। এই ঘটনার জের ধরেই সকালে সানোয়ার হোসেনের সমর্থক বেলায়েতের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নি সংযোগ করে। এ সময় বেলায়েত হোসেনের লোকজন গুলি ছুড়লে রফিক, কালাম, হাসান, আলহাজ, রুবেল, নাইম, সালামসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ রফিক, কালাম ও হাসানের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন বলেন , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।নাসিরুল হক/এসএস/এবিএস