দেশজুড়ে

বিরিশিরির আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরির একটি আবাসিক হোটেল থেকে এক বালু ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, বিরিশিরি কালাচারাল একাডেমির সামনে বিচিত্রা আবাসিক হোটেল এর ২ নং কক্ষ থেকে ঢাকার শান্তিনগর এলাকার আবু সিদ্দিক এর ছেলে বালু ব্যবসায়ী নূরুল আলম (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেল এর ব্যবস্থাপক সুজন জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে এই ব্যবসায়ী একজন লোককে নিয়ে হোটেলে ঢোকে। পরে দুপুর আড়াইটা পর্যন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল ম্যানেজার পুলিশকে সংবাদ দিলে পুলিশ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে। পরে হোটেলের ভর্তি রেজিস্টার দেখে ব্যবসায়ীর লাশ সনাক্ত করে পুলিশ। এদিকে এ ঘটনায় হোটেলের ম্যানেজার সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবীর।কামাল হোসাইন/এসএস/পিআর