দেশজুড়ে

মনোনয়ন জমা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শামীম হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম প্রমুখ।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে পর্যালোচনার পর দলীয় সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। গেল দুইবার আমি এ আসন থেকে জয়ী হয়েছি। ১০ বছরে মেহেরপুরের বিভিন্ন সেক্টরে উন্নয়ন দেখে মানুষ আবারও আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। কারণ আমাদের দল সাংগাঠনিকভাবে অনেক শক্তিশালী, পাশাপাশি অঙ্গসংগঠনগুলোও।’

বিদ্রোহী প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘এটি কোনো বিভেদের বিষয় নয়, এটি দলের হাইকমান্ড পর্যবেক্ষণ করছে। বিদ্রোহী প্রার্থী থাকতেও পারে। তবে নৌকার প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীরা আমার সঙ্গে থাকবেন। জেলার উন্নয়ন দেখে সাধারণ মানুষ আমাকে ভোট দেবে।’

আসিফ ইকবাল/এসআর/জেআইএম