দেশজুড়ে

আ’লীগ প্রার্থীকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যার নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য এবং সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মন স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেন।

এতে বলা হয়, কাজিম উদ্দিন আহম্মেদ ধনু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ-১১ আসনে সংসদ সদস্য হিসেবে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী। গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পরদিন ২৮ তারিখ মঙ্গলবার ঢাকা থেকে ময়মনসিংহে আসার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাছির গ্লাস নামক এলাকায় আসার পর ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে জানাতে ময়মনসিংহের দিকে আসেন এবং তাকে বরণ করে নেওয়া হয়। এসময় নৌকা প্রতীকে ভোট চেয়ে আনন্দ মিছিল করেন নেতা কর্মীরা। এ ঘটনায় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ওই তথ্য বিশ্লেষণে পরিলক্ষিত হয়, আপনি এই কার্যক্রমের মাধ্যমে সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ), ৮(ক), ৮(খ) ও ১০ (ক) এর বিধান এবং তৎসহ বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন।

যে কারণে আগামী ৩ ডিসেম্বর (রোববার) বিকেল ৩টায় জেলা সিনিয়র সহকারী জজ দপ্তরে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে ময়মনসিংহ-১১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু জাগো নিউজকে বলেন, এ সংক্রান্ত নোটিশ বা কাগজ এখনো হাতে পাইনি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এর একটা কপি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে যায়। আপনি তার সঙ্গে যোগাযোগ করেন।

তবে আপনার কাছেও একটা নোটিশ আসার কথা রয়েছে, আপনি পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি কথাটি এড়িয়ে যান।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজার রহমানের নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএম