রাজধানীর মৎস্য ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে মোছা. মাহমুদা বেগম শিমু (৪৭) নামে এক স্কুল শিক্ষিকা আহত হয়েছেন। তিনি উদয়ন স্কুলের গার্হস্থ্য অর্থনীতির শিক্ষক।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষিকা মাহমুদা বেগম জানান, দুপুরে তিনি বিচারপতির বাসভবনে পারিবারিক এক অনুষ্ঠান গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে রিকশা যোগে বাসায় ফিরছিলেন। ফেরার পথে মৎস্য ভবনের সামনে হেলমেট পড়া অবস্থায় দুই মোটরসাইকেল আরোহী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে টান দেয়। পরে তিনি নিয়ন্ত্রন হারিয়ে রিকশা থেকে পড়ে যান।
এতে মাহমুদা বেগম গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তার ডান পায়ের হাড় ভেঙে গেছে ও বাম হাতেও ফ্যাকচার হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, তিনি হাজারীবাগের গনকটুলির একটি বাসায় স্বামী জহিরুল হকের সঙ্গে থাকেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
কাজী আল আমিন/এসআইটি/এমএস