দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু দিয়ে ট্রেন পেলো ঈশ্বরদীবাসী

একই দিনে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন পেলো ঈশ্বরদীবাসী। শুক্রবার (১ ডিসেম্বর) রাজশাহী-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করেছে। এ ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

অপরদিকে একই দিন রাতে রাজশাহী-ঢাকা রুটে বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) হয়ে চলাচলকারী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। আগে এ ট্রেনের ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতি ছিল না। একই দিন দুটি আন্তঃনগর ট্রেনে ঢাকা যাতায়াতের সুবিধা পাচ্ছে ঈশ্বরদীবাসী।

পাকশী বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেন শুক্রবার থেকে পদ্মা সেতু হয়ে চলাচল শুরু করেছে। ট্রেনটি ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আর ৭টা ৪০ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে ৮টায় ছেড়ে যায়। ট্রেনটিতে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ৫৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন শুক্রবার রাত ১২টা ২৩ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতি দিবে। ট্রেনটিতে ঈশ্বরদী বাইপাস স্টেশনের জন্য ২৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রী আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, ঈশ্বরদী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছি এটি স্বপ্নের মতো মনে হয়েছে। খুব ইচ্ছা ছিল পদ্মা সেতু দেখার। এ রুটে ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতু দেখা হবে।

স্বপ্না খাতুন নামে এক ট্রেন যাত্রী বলেন, ঈশ্বরদীবাসী দীর্ঘদিন সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাতায়াত করেছে। এ ট্রেন দুটি পদ্মা সেতু হয়ে চলাচল শুরু করায় ঈশ্বরদীর মানুষ এক সঙ্গে ট্রেন দুটির সেবা থেকে বঞ্চিত হয়। আজ থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকা চলাচল করবে। প্রথম দিন এ ট্রেনের যাত্রী হতে পেরে ভালো লাগছে।

ঈশ্বরদী জংশন স্টেশনের ব্যবস্থাপক মহিবুল ইসলাম বলেন, সকাল ৭টা ৪০ মিনিটে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে প্রবেশ করে। এখানকার নির্ধারিত যাত্রী নিয়ে সকাল ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ট্রেন প্রথম দিন ৯টি কোচ নিয়ে চলছে। আজ প্রথমবারের মতো ট্রেনটি পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ২টায় ঢাকা পৌঁছায়। ঢাকা থেকে বিকেল ৩টায় ছেড়ে রাত সাড়ে ৯টায় ঈশ্বরদীতে পৌঁছায়। এ ট্রেনে ৫৫৮টি আসন আছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এম নুরুল আলম জাগো নিউজকে বলেন, মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছেছে। এ ট্রেনের ঈশ্বরদী জংশন স্টেশনসহ ১৮টি স্টেশনে যাত্রাবিরতি আছে। একই সঙ্গে শুক্রবার রাতে প্রথমবারের মতো রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতি দেবে। একই দিনে ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে যাত্রীরা ঢাকা যাতায়াতের জন্য দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রার সুবিধা পেলো।

শেখ মহসীন/এসজে/এমএস