দেশজুড়ে

লাইনের নাট-বল্টু খুলে নেওয়ায় দেরিতে ছাড়লো ‘কক্সবাজার এক্সপ্রেস’

কক্সবাজার-চট্টগ্রাম রেল বিটের নাট-বল্টু খুলে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) ভোরে রামু উপজেলার রশিদনগরে এ ঘটনা ঘটে। ফলে সিডিউলের ৩৫ মিনিট পর ঢাকার পথে যাত্রা শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’।

কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, সকালে রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় রেললাইনের এ ত্রুটি সম্পর্কে অবহিত হই। পরে রেললাইনের সংস্কারকাজ করে ৩৫ মিনিট বিলম্বে কক্সবাজার এক্সপ্রেস রওনা দেয়।

আরও পড়ুন: সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকার পথে ‘কক্সবাজার এক্সপ্রেস’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, ভোরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেললাইনের বিটের নাট-বল্টু খুলের ফেলার খবর পাই। পরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি রেল অধিদপ্তরের সংশ্লিষ্টরা সব স্তরে অবহিত করা হয়। খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজন কাজ শেষ করে দুপুর সাড়ে ১২টার পর ট্রেন ছাড়ে। এটি নিছক চুরি, নাকি অন্য কিছু সেটি নিশ্চিত করার চেষ্টা চলছে।

রামুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, যদিও রেল আলাদা শৃঙ্খলাবাহিনী দ্বারা চলে। নতুন পথ হওয়ায় আমাদের সহযোগিতা চাইলে খবরটি শোনার পর প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম