মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হাসান হাওলাদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন। গুলিবিদ্ধ আরো ২ জনের অবস্থা আশঙ্কাজনক।নিহত হাসান হাওলাদার হুগলি গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে।পুলিশ জানায়, শুক্রবার নিজ দলীয় অন্তঃকোন্দলের কারণে কুনিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাহেব আলী হাওলাদারের কর্মী-সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান ইসমাইল হাওলাদারের লোকজনের দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটে। এতে সাহেব আলী হাওলাদারের ৭ কর্মী গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুগলি গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩০) মারা যান। আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। সংর্ঘষের ঘটনায় দুই গ্রুপই মাদারীপুর সদর থানায় মামলা করেছে। এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, এই ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নাসিরুল হক/এফএ/এমএস