দেশজুড়ে

তালায় ট্রাকের ধাক্কায় নিহত ১

সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় সালেহা বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী মাসুদ মোড়ল মারাত্মক আহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় খুলনা-পাইকগাছা সড়কের গোনালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জাগো নিউজকে বলেন, মোটরসাইকেলযোগে পাইকগাছা যাওয়ার পথে গুনালিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালেহার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার স্বামী মাসুদ মোড়লকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এফএ/এমএস