হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিত্যক্ত অবস্থায় ৫১০টি সোনালী রংয়ের কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। সোমবার দুপুরে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন ফটকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি লাগেজের ভেতর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। কাস্টমসের সহকারি কমিশনার জুলেখা খানম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভবত পাচারের উদ্দেশ্য কচ্ছপগুলো আনা হয়। বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের তৎপরতা বুঝতে পেরে চোরাচালানীরা কচ্ছপগুলো ফেলে চলে যায়। উদ্ধারকৃত কচ্ছপগুলো ঢাকা বন বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।