রাজনীতি

চট্টগ্রামে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল-পিকেটিং

বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলোর ডাকা নবম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিনে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

Advertisement

সোমবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল পিকেটিং করে তারা। তবে, নগরীতে অবরোধের প্রভাব পড়েনি। যানবাহনের চাপ থাকায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চাপ সামলাতে ট্রাফিককে হিমশিম খেতে হয়েছে।

এদিন সকালে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে মিছিল করেছে বায়েজিদ থানা যুবদল। দুপুরে নগরীর চান্দগাঁও আরাকান সড়কে অবরোধের সমর্থনে চান্দগাঁও ও পাঁচলাইশ যুবদলের মিছিল। এর আগে রোববার রাতে নগরীর আসকার দীঘির পাড় ও সার্সন রোড এলাকায় মশাল মিছিল করেছে ছাত্রদল।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল মিছিল-পিকেটিং করেছে বলে জানা গেছে। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলাউদ্দিন মনি ও সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর মিছিলের নেতৃত্ব দেন। অবরোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর ক্রসিং এলাকায় মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। দক্ষিণ জেলা ছাত্রদরের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ ওই মিছিলের নেতৃত্ব দেন।

Advertisement

একইভাবে চট্টগ্রাম-আনোয়ারা-বাশখালী সড়কে ঝটিকা মিছিল করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্যসচিব জমির উদ্দিন চৌধুরী মানিক মিছিলে নেতৃত্ব দেন। আনোয়ারা কালাবিবির দীঘি এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা।

ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম