রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগ, মায়াকে ইসির তলব

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগ করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান। তার অভিযোগ, মায়ার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর চোখ তুলে নেওয়া ও ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

Advertisement

এ বিষয়ে চাঁদপুর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সাইয়েদ মাহবুবুল ইসলাম মায়ার কাছে ব্যাখ্যা চেয়েছেন। বধুবারের (৬ ডিসেম্বর) মধ্যে মায়ার কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

সোমবার (৪ ডিসেম্বর) ইসি থেকে এসব তথ্য জানা গেছে।

ইসি জানায়, চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগে বলেছেন, ‘গত ৩০ নভেম্বর চাঁদপুর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এরপর থেকে একই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থক ও আশ্রয়কৃত সন্ত্রাসী বাহিনী নানাভাবে তার সমর্থক ও এলাকার সাধারণ মানুষের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর, মারধর করে আহত করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করে। মায়ার সমর্থকরা হুমকি দেন, যারাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে।’

Advertisement

আরও পড়ুন>> জোট না থাকলে আওয়ামী লীগ একা হয়ে যাবে

এ বিষয়ে মায়াকে দেওয়া চিঠিতে ইসি জানায়, ‘শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রতিপক্ষ কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবান সরকার সুবা ৩০-৪০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে মোটরসাইকেল মহড়া দেন এবং প্রার্থীর বাড়িতে প্রকাশ্য হুমকি প্রদান করেন যে, যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করবেন তাদের চোখ তুলে ফেলবেন, ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। হুমকির একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সেখানে প্রকাশ্য হুমকির বিষয়টি সুস্পষ্ট প্রতীয়মান হয়। ফলশ্রুতিতে বর্তমানে এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় জীবনযাপন করছেন। আপনার এই কাজের মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(গ) বিধি লঙ্ঘন করেছেন।’

‘এমতাবস্থায়, আপনার কোনো বক্তব্য থাকলে তা বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার মধ্যে সশরীরে হাজির হয়ে বা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ(৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’

এমওএস/ইএ/এএসএম

Advertisement