দেশজুড়ে

সাঘাটা প্রেসক্লাবের সভাপতি জয়নুল সম্পাদক জাহিদ

গাইবান্ধার সাঘাটা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক করতোয়ার প্রতিনিধি মো. জয়নুল আবেদীনকে সভাপতি ও বাংলা টেলিভিশনের প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জাহিদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. সোলায়মান আলী। পরে সদস্যদের কণ্ঠভোটে ২০২৪-২৫ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন রানা (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী (মোহনা টিভি), দপ্তর সম্পদক মো. জাকির হোসেন লিটন (দৈনিক বায়ান্নর আলো ও সিএনএন টিভি), অর্থ সম্পাদক মো. জিল্লুর রহমান (দৈনিক আমাদের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ফিলিপস (সাঘাটা নিউজ), ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউনুস আলী চুন্নু (দৈনিক মুক্তবার্তা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আহসান কবির সোহাগ (বাংলা খবর ডটকম), ক্রীড়া সম্পাদক মো. সাহাবুল ইসলাম (দৈনিক পরিবেশ), পাঠাগার সম্পাদক মো. ইয়ামিন হাসান রয়েল (সাপ্তাহিক অবিরাম)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. মিজানুর রহমান রাঙ্গা ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আরিফুর রহমান লিটু।

শামীম সরকার শাহীন/কেএসআর