আইন-আদালত

হাইকোর্টে আগাম জামিন চাইলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অক্টোবর মাসে আব্দুল আওয়াল মিন্টুর জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করেন।

আরও পড়ুন>> বিএনপি নেতা আমীর খসরু-স্বপন-প্রিন্সের জামিন শুনানি আজ

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়।

এফএইচ/ইএ/এমএস