রাজনীতি

সমাবেশ নয়, ১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা সভা করবে আওয়ামী লীগ

১০ ডিসেম্বর মানবাধিকার দিবস ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশের কর্মসূচি থাকলেও অনুমতি পায়নি দলটি। এ কারণে ওই কর্মসূচি শিল্পকলা একাডেমিতে করতে চায় দলটি।

তবে সমাবেশ নয়, সেদিন ঘরোয়া আলোচনা সভা করবে আওয়ামী লীগ।

আজ (বুধবার) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা হবে শিল্পকলা একাডেমিতে। সকাল ১০টার ওই সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন।

এসইউজে/এমএইচআর/এএসএম