সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসার খান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।
অবরোধের সমর্থনে নগরীর সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে বলে জানান তিনি।
জানা গেছে, নগরীর মেন্দিভাগ এলাকায় অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টার সময় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এসময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমনকে আটক করে।
অপরদিকে, নগরীর বাগবাড়ি এলাকায় অবরোধের সমর্থনে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্ঠাকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসার খানকে আটক করে পুলিশ। পরে তাদের কোতোয়ালী থানায় নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জাগো নিউজকে জানান, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএইচ/জিকেএস