ভারত থেকে রপ্তানি বন্ধ থাকায় কুড়িগ্রামে ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
কুড়িগ্রামের আদর্শ জিয়া বাজার, কাঁঠালবাড়ী বাজার, চিলমারী হাট, ভোগডাঙা বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। অনেকে পেঁয়াজ না কিনে খালি হাতে ফিরে গেছেন। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
কল্পনা খাতুন নামের এক ক্রেতা জানান, বেশি দাম হওয়ায় আধা কেজি পেঁয়াজ কিনে চলে আসি। বাজার মনিটরিং না করলে আগামীকাল থেকে পেঁয়াজ কেনা বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই।
আরও পড়ুন: ফেনীতে পেঁয়াজ বাজারে অভিযানে ৩ আড়তদারের জরিমানা
মো. সোলজার হোসেন বলেন, সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। বাজারে সব জিনিসপত্রের দাম বেড়েছে। ১০০ টাকার পেঁয়াজ একদিনের ব্যবধানে ২৪০ টাকায় নিতে হলো।
পৌর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মো. মোকতার আলী বলেন, ইচ্ছে করে পেঁয়াজের দাম বৃদ্ধি করিনি। ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ। বাজারে পেঁয়াজের সংকট। অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে হচ্ছে আমাদের তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের পরিচালক এ এসএম মাসুম উদ দৌলা বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ব্যবসায়ী সুযোগটা কাজে লাগাচ্ছেন। আমি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দায়িত্বে রয়েছি। কাল থেকে দোকানে মূল্য তালিকা নিয়ে বাজার মনিটরিং করা হবে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম