চট্টগ্রামের রাউজানে বাসের সঙ্গে সংঘর্ষে মো. ইলিয়াছ (২৭) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের গহিরা কুণ্ডেশ্বরীতে রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ রাউজান থানার হলদিয়া ইউনিয়নের জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, কুণ্ডেশ্বরী রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এসময় চালকসহ আহত চারজনকে উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চালক ইলিয়াছকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইকবাল হোসেন/এমএইচআর