খেলাধুলা

রুবেলের জামিন মঞ্জুর

বিয়ের প্রলোভন ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র অভিনেত্রীর দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। রুবেলের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। এর আগে শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে রুবেলের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী।

পুলিশ জানায়, কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্লাট আছে। ওই ফ্লাটে হ্যাপীর যাওয়া-আসা ছিল। মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয়েছে।একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নাজনীন আক্তার হ্যাপী ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আরো কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি।এদিকে মামলার পরপরই নায়িকা হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। তার অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ডাক্তারি পরীক্ষার প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, ডাক্তারি পরীক্ষার আগ পর্যন্ত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে। রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য নেওয়া হয়।