দেশজুড়ে

দিনাজপুরে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

দিনাজপুরে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ। কয়েকদিন ধরে তাপমাত্রা উঠানামা করছে। রোববার জেলায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কুয়াশা বেশি হওয়ায় আগাম রোপণ করা বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। বেশি শীত পড়লে চারাগুলো বিবর্ণ হয়ে যাবে। শীত ও হিমেল হাওয়ার কারণে মানুষ কাজে বের হাতে পারছে না।

আরও পড়ুন: ফেনীতে জেঁকে বসেছে শীত

ভবানী শাহার দিঘি এলাকার কৃষক আজমল হোসেন বলেন, ১৫ দিন আগে বোরো বীজ রোপণ করেছি। চারা গজিয়ে সবুজ বর্ণ ধারণ করেছে। শীত কম থাকলে চারা দ্রুত বড় হয়। এখন শীত ও কুয়াশার কারণে কিছুটা হলেও চারা বড় হতে সমস্যা হবে।

বিপ্লব নামের এক ব্যবসায়ী বলেন, সকালে মানুষ বাজারে আসে। কিন্তু আজ সকাল ৯টার পর কিছু মানুষ বাজারে এসেছিল।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম