রাজনীতি

খালেদা জিয়া আবার ষড়যন্ত্র করছেন : হানিফ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে আবার দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলার মুখ’ এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালীর উদ্বোধন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে আবার দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। এ জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে।‘আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যা নিয়ে অপরাজনীতি করছে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ফকরুল ইসলাম এই বক্তব্য দিয়ে নিজেকে যুদ্ধাপরাধী জামায়াতের দোষর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার কাছ থেকে এই ধরনের বক্তব্য ছাড়া আর কি আশা করা যেতে পারে।জিয়াউর রহমানের পর খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও রাজাকারদের রাজনৈতিকভাবে পুর্নবাসন করেছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম সেই পাকিস্থানের দোসর কুখ্যাত আলবদর, আলশামস, রাজাকারদের জেলখানা থেকে বের করে রাজনৈতিকভাবে পুর্নবাসন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিলেন প্রয়াত জিয়াউর রহমান।সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গণি প্রমুখ বক্তব্য রাখেন।