গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিক্শার ধাক্কায় সুমন মিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া গাইবান্ধা সদর থানার গাড়ি চালক ছিলেন। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুমন মিয়া মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন। এসময় পুলিশ লাইনস (বোর্ড বাজার) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্শার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন সুমন মিয়া। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
শামীম সরকার শাহীন/এনআইবি/এমএস