লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে খালেক মাহমুদ শান্ত (১৮) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শান্তের পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন। এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় ওই ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
আটক শান্ত উপজেলার টংভাঙ্গা গ্রামের রমজান আলী কবিরাজের ছেলে। সে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের বিএম শাখার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
শান্তের বাবা রমজান আলী কবিরাজ জাগো নিউজকে বলেন, আমার ছেলেকে কেন ধরেছে? কার সঙ্গে সীমান্ত এলাকায় গেছে আমি জানিনা। গরু ব্যবসায়ীদের মাধ্যমে জেনেছি যে রাত ১২টায় ভারতের মাথা ভাঙ্গা থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করেছে বিএসএফ। আমার ছেলে মানসিক রোগী। সে এবার উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিবে। আমি আমার ছেলেকে ফেরত চাই।
সিংগীমারী বিজিবি ক্যাম্পের কমান্ডার নাসির হোসেন বলেন, এ বিষয়ে বিজিবি ব্যাটলিয়নের উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। খবর নিয়ে জানানো হবে।
রবিউল হাসান/এনআইবি/এএসএম