দেশজুড়ে

রেললাইনে নাশকতার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় রেললাইনে নাশকতার ঘটনায় ঢাকা জিআরপি থানায় মামলা করেছে রেল কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস।

তিনি জানান, গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় কমলাপুর রেলওয়ে থানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে মামলাটি করেন।

ওসি আরও জানান, রেলে নাশকতা একটি বড় ঘটনা। তাই সতর্কতার সঙ্গে এজাহার করতে হয়েছে। তদন্তের স্বার্থে মামলার বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম