দেশজুড়ে

ঢাকায় এসে ঠাকুরগাঁওয়ের কিশোর নিখোঁজ

ঢাকায় মায়ের কাছে টাকা আনতে গিয়ে সোহেল রানা (১৮) নামে এক কিশোরকে খুঁজে পাচ্ছেনা তার পরিবার। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে। সে ওই গ্রামের হতদরিদ্র কৃষক রাজার ছেলে।এ ঘটনায় গত ২৯ মার্চ ঠাকুরগাঁও সদর থানায় একটি জিডি করেছেন সোহেলের বাবা রাজা। জিডি নং-১১৮০।ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা যায়, অভাবের তাড়নায় সদর উপজেলা জামালপুর ফতেপুর গ্রামের বাসিন্দা রাজার স্ত্রী ঢাকায় বিভিন্ন ম্যাসে গৃহকর্মীর কাজ করেন। তাদের ছেলে সোহেল রানা প্রায় টাকা আনার জন্য ঢাকায় মায়ের কাছে যেত। গত ২৭ মার্চ রাতে ঠাকুরগাঁও হইতে ঢাকার উদ্দেশ্যে মায়ের কাছে টাকা আনার জন্য সোহেল রানা তাজ পরিবহনের গাড়িতে রওনা হয়। কিন্তু রাত ২ টার পরে সোহেল রানার ফোন বন্ধ পাওয়া যায়। রাজার স্ত্রী পরের দিন তার স্বামীকে জানায় ছেলে তার কাছে যায়নি। ২৮ মার্চ রোববার সন্ধ্যায় সোহেল রানা তার মাকে ফোন দিয়ে বলে কিছু লোকজন তাকে ঢাকার জুমন বাজার মসজিদের পাশে এক ঘরে আটকে রেখেছে। তারপর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সোহেলের বাবা রাজা জানান, আমি গরিব মানুষ। আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কে আমার ছেলেকে অপহরণ করলো। আমি প্রশাসনের কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছি। পুলিশ আমাকে সাহায্যে করলে আমার সন্তান উদ্ধার হবে।রিপন/এমএএস/এবিএস