দেশজুড়ে

ইমরান এইচ সরকারের চাচাতো ভাই খুন

গণজাগরণ মঞ্চের প্রধান ইমরান এইচ সরকারের চাচাতো ভাই দাতাউর রহমানের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।রোববার দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭২এর নিকট ব্যাপারীপাড়ার জিঞ্জিরাম নদীর উপর বাঁশ ঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত দাতাউর রৌমারীর লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে। দাতাউর সম্পকে গণজাগরণ মঞ্চের প্রধান ইমরান এইচ সরকারের চাচাতো ভাই। রৌমারী থানা পুলিশের এসআই মশিউর রহমান ও এসআই আতাউর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুর সোয়া ২টায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দাতাউর রহমানকে হত্যা করে বাঁশঝাড়ের জঙ্গলে লাশ ঝুলিয়ে রাখে। নিহতের বাবা আব্দুস সামাদ বলেন, ভাতিজি সম্পর্কের এক মেয়েকে বিয়ে করতে চায় দাতাউর। পরিবার থেকে তা মানা হয়নি। গ্রামবাসী সূত্রে জানা যায়, মামা বাড়ির সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এছাড়া পারিবারিক দ্বন্দ্ব এবং প্রেমের সম্পর্কের দিকেও অভিযোগের তীর সর্বত্র আলোচিত হচ্ছে। রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গলার দাগও বোঝা যায়না। কাজেই ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। আর নিহতের পরিবার থেকে মামলায় আগ্রহী না হওয়ায় পুলিশ বাদী হয়ে ইউডি মামলা রেকর্ড করেছে। লাশ কুড়িগ্রামে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। সঠিক কারণ উদঘাটন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।নাজমুল/ এমএএস/পিআর