দেশজুড়ে

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে শহরের আখড়া বাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভোর ৪টার দিকে তাকে র্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়। করিমগঞ্জ থানায় দায়ের করা বিএনপির অন্য নেতাদের সঙ্গে একটি মামলার আসামি। তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানায় আনা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, সুমনের বাবার নেতৃত্বে ১৯৭১ সালে কিশোরগঞ্জ জেলা পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। সুমনকে তার বাবার স্বাধীন করা দেশে বিজয় দিবস পালন করতে দেওয়া হয়নি। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! আমরা এ গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।

এসকে রাসেল/আরএইচ/এমএস