দেশজুড়ে

দিনাজপুর বোর্ডে এক হাজার ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় রোববার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১ হাজার ৪৮  জন অনুপস্থিত রয়েছে। বহিষ্কার হয়েছে ১ জন।গড় অনুপস্থিতির হার ১.১৬ শতাংশ। যা গতবার ছিল ১.১৩ শতাংশ। গত বারের চেয়ে এবার অনুপস্থিতির হার ৩ শতাংশ বেশি।এবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়ার কথা ৯০ হাজার ২৭ জন পরীক্ষার্থী। কিন্তু অংশগ্রহণ করে ৮৯ লাখ ২৪ জন পরীক্ষার্থী। ১ হাজার ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে রংপুর ১৮০, গাইবান্ধা ২০৪, নীলফামারী ৯৯, কুড়িগ্রাম ১২৯, লালমনিরহাট ৬৬, দিনাজপুর ২০০, ঠাকুরগাঁও ১১৯ ও পঞ্চগড়ে ৫১ জন অনুপস্থিত রয়েছে।গত বছর বাংলা প্রথম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ৭৫ হাজার ১ জন। যার মধ্যে ৭৪ হাজার ১৫৫ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৮৪৬ জন।   দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।এমদাদুল হক মিলন/ এমএএস/এবিএস