নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দীর্ঘ ২৬ বছর বিএনপির নেতৃত্ব দিয়েও অবশেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলেন না প্রবীণ বিএনপি নেতা মো. মতিয়র রহমান। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জানা গেছে, মো. মতিয়র রহমান উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯০ সালে বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদানের পরপরই ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন তিনি। ১৯৯৫ সালে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হন। এরপর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষে তিনি নিজের সমস্ত মেধা ও মনন দিয়ে নিরলসভাবে কাজ করে নেতাকর্মীদের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন। তার দীর্ঘ ২৬ বছর বিএনপির দলীয় রাজনৈতিক জীবনে তিনি ৫ বার উপজেলা বিএনপির আহ্বায়ক ও ২ বার উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, মো. মতিয়র রহমান বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪ বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য প্রার্থী হন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও ২ বারের সাবেক সভাপতি এবং ৪ বার নির্বাচিত বলাইশিমুল ইউপি চেয়ারম্যান মো. মতিয়র রহমান। এছাড়া বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মল্লিকও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন লাভের জন্য প্রার্থী হন। কিন্তু কেন্দ্রীয় বিএনপি প্রবীণ বিএনপি নেতা মো. মতিয়র রহমানসহ উপজেলা বিএনপি ও বলাইশিমুল ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মীই ক্ষুব্ধ হন। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির প্রবীণ নেতা মো. মতিয়র রহমানের সঙ্গে এ বিষয়ে তার মুঠোফোনে কথা হলে তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, শতভাগ আশাবাদী ছিলাম যে আমিই দলীয় মনোনয়ন পাব। কিন্তু অবশেষে জানলাম আমাকে মনোনয়ন দেয়া হয়নি। এতে খুব কষ্ট পেয়েছি। যে দলটির জন্য এতকিছু করেছি আর সেই দলটিই কি না আমাকে নূন্যতম মূল্যায়নটুকুও করেনি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কামাল হোসাইন/এমএএস/পিআর