ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারসহ নির্বাচিত ১২ কাউন্সিলর আজ (সোমবার) শপথ গ্রহণ করবেন। সোমবার সকাল ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করানো হবে। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগের মনোনীত মোহাম্মাদ লিয়াকত আলী তালুকদার মেয়র, ১নং পশ্চিম চাঁদকাঠি-বিকনা ওয়ার্ডে রেজাউল করীম জাকির, ২নং পূর্ব চাঁদকাঠি ওয়ার্ডে মো. হাফিজ আল মাহমুদ, ৩নং কৃষ্ণকাঠি ওয়ার্ডে দুলাল হাওলাদার, ৪নং কাশারীপট্টি, আড়ৎদারপট্টি ও পালবাড়ি ওয়ার্ডে মু. মাহবুবুজ্জামান স্বপন, ৫নং রায়মঙ্গল ওয়ার্ডে তরুন কর্মকার, ৬নং বাসন্ডা ওয়ার্ডে মো. শাহ আলম খান ফারসু, ৭নং কিফাইতনগর ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর, ৮নং কাঠপট্টি ও তরকারিপট্টি ওয়ার্ডে মো. সেলিম মুন্সি, ৯নং সিটি পার্ক, বান্দাঘাট ও কলাবাগান ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং (১, ২ ও ৩) ওয়ার্ডে তাসলিমা বেগম, ২নং (৪, ৬ ও ৭) ওয়ার্ডে মোসা. সীমা, ৩নং (৫, ৮ ও ৯) ওয়ার্ডে নাসিমা কামাল নির্বাচিত হয়েছেন মর্মে গেজেটে প্রকাশিত হয়েছে।এসকেডি