ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যা বন্ধে বিশ্ব বিবেকের কাছে আবেদন জানিয়ে দিনাজপুরে একটি স্কুলের শিশু শিক্ষার্থীরা মানববন্ধন ও র্যালি করেছে।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধ ও হত্যা বন্ধে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে। কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয় তারা। পরে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে শেষ হয়।
জানা যায়, ‘দিনাজপুর স্কুল অব লিবারেটরস’ স্কুলের শিক্ষার্থীরা মানবন্ধনে অংশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তারা গত দুই মাস ধরে যুদ্ধের নামে আন্তর্জাতিক যুদ্ধ আইন তথা জেনেভা কনভেনশন লংঘন করে হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশুকে নির্বিচারে হত্যার তথ্য তুলে ধরে।
আরও ডড়ুন: হামাসের লক্ষ্য অর্জনে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান
তারা জানায়, ইসরায়েলে বর্বোরচিত হামলায় হাসপাতালের রোগীরাও রক্ষা পাচ্ছে না। শিশুরা অবিলম্বে চলমান ইসরায়েলি হামলা এবং নারকীয় হত্যাজজ্ঞ বন্ধ করতে বিশ্ব বিবেকের কাছে দাবি জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর স্কুল অব লিবারেটরসের অধ্যক্ষ জিয়াউল হক সিজার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে নিত্রা সরকার, ইয়াসিন আলী প্রমুখ।
এমদাদুল হক মিলন/এনআইবি/জেআইএম