ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি রহিম উল্যাহ ভোটারদের উদ্দেশে বলেছেন, উন্নয়নে ব্যর্থ কোনো হিজড়াকে ভোট দেবেন না। আমি ২০১৪-২০১৮ সাল পর্যন্ত এমপি থাকাকালে ফেনী-৩ আসনে ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়নের বীজ বপন করে গেছি বলেই আপনাদের কাছে ভোটের ফল পেতে ছুটে এসেছি। এ ফল বড় কষ্টের ফল। আপনারাই এ ফলের স্বাদ গ্রহণ করবেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) সোনাগাজী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ও চর চান্দিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
রহিম উল্যাহ আরও বলেন, ‘আমার কোনো অভাব নেই। দেশে-বিদেশে পরিশ্রম করে অর্জিত অর্থ মানুষের কল্যাণের জন্য ব্যয় করেছি। আমার অর্জিত সব অর্থ আমার প্রাণপ্রিয় জনগণের জন্য রেখে যাবো। আমার আর সম্পদের প্রয়োজন নেই। এখন জনগণের ভালোবাসা আর সম্মান নিয়ে বাঁচতে চাই।’
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস