দেশজুড়ে

নড়াইলে ইউপি নির্বাচনে আ.লীগ-বিএনপির প্রার্থী ঘোষণা

চতুর্থ ধাপে নড়াইলে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সদর উপজেলার আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শেখাহাটি ইউনিয়নে তাপস পাঠক, কলোড়াতে আশীষ বিশ্বাস, শিঙ্গাসোলপুরে মো. সাইফুল ইসলাম, ভদ্রবিলায় শাহিদুর রহমান, বাসগ্রামে সিরাজুল ইসলাম এবং বিছালীতে আনিছুর রহমান।এছাড়া কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নে মো. আলা উদ্দীন চৌধুরী, খাশিয়ালে এস এম খাজা নাজিম উদ্দীন, কলাবাড়িয়ায় মাহামুদুল হাসান, বাঐসোনায় শাহ ফোরকান মোল্লা, পহরডাঙ্গায় শফিকুল ইসলাম এবং মাউলিতে সুদীপ্ত কুমার দাশ বিলাসের নাম আ.লীগ থেকে ঘোষণা করা হয়েছে।এদিকে বিএনপির প্রার্থীরা হলেন, শেখহাটি ইউনিয়নে মো. অলিয়ার রহমান, কলোড়াতে জিয়াউর রহমান, শিঙ্গাশোলপুরে মিজানুর শেখ মেজর, ভদ্রবিলায় কাজী রকিব সেন্টু, বাসগ্রামে মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, বিছালীতে মো. মফিজুর রহমান।কালিয়া উপজেলায় বিএনপির প্রার্থীরা হলেন, জয়নগর ইউনিয়নে খান আবুল হোসেন, খাশিয়ালে মো. মামুন খান, কলাবাড়িয়ায় মো. জিয়াউর রহমান, বাঐসোনায় মো. লাবলু মোল্লা, মাউলিতে মো. সাজ্জাদ হোসেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এসব ইউনিয়নে ৭ এপ্রিল মনোনয়নপত্র জমা, ১০ ও ১১ এপ্রিল যাচাই-বাছাই, ১৮ এপ্রিল প্রত্যাহার এবং ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ হবে। ৭ মে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। হাফিজুল নিলু/এফএ/আরআইপি