কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও ঝাউবাগান থেকে অজ্ঞাতপরিচয় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ও সন্ধ্যায় টেকনাফ মেরিন ড্রাইভের ঝাউবাগান ও শাহপরীর দ্বীপের অংশের নাফ নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে পুরানপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন মেরিন ড্রাইভের ঝাউবাগানের ভেতর বালুচাপা দেওয়া অবস্থায় একটি মরদেহ পাওয়া যায়। নিহতের আনুমানিক বয়স ২৮ বছর। পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। প্যান্ট ও টি-শার্ট পরিহিত মরদেহের হাতে লাল একটি কাপড় দেখা যায়।
অপরদিকে, সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটিঘাট হতে ২০০ গজ উত্তরে নাফ নদীর কিনারায় কেউড়া বাগানে ভেসে আসা অজ্ঞাতপরিচয় একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।
ঘটনাটি টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়িকে অবগত করা হলে তাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন করার পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
সায়ীদ আলমগীর/ইএ