দেশজুড়ে

ঝালকাঠিতে বৈশাখী মূল্য হ্রাসের নামে চলছে প্রতারণা

বাঙ্গালীর ঐতিহ্যবাহী এবং নিজ সংস্কৃতির উৎসব পহেলা বৈশাখ। এ বাংলা নববর্ষকে সামনে রেখে ঝালকাঠি শহরের সর্বত্র বস্ত্রবিতান ও জুতার দোকানগুলোতে চলছে মূল্যহ্রাস। এ অফার দেখে শহর ও শহরতলী এলাকার নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো শুরু করেছে কেনাকাটা। মার্কেটে গিয়ে এ কেনাকাটা দেখলে মনে হবে ঈদ অথবা পূজার উৎসবকেও হার মানিয়েছে। দোকানদাররা বলছে ধর্মীয় উৎসবের চেয়ে বৈশাখী মার্কেটে বেচা-বিক্রি বেশী হয়, কারণ এটি সার্বজনীন উৎসব। এদিকে উৎসব উপলক্ষে মূল্য হ্রাসের নামে ফাঁদ পেতে অভিনব কৌশলে দোকানদাররা প্রতারণা করছেন ক্রেতাদের সঙ্গে। তাদের এ প্রতারণার ফাঁদে পড়তে হচ্ছে সহজ-সরল ক্রেতাদের। সরেজমিনে দেখা  গেছে, শহরের কুমার পট্টি, কাপুড়িয়া পট্টি ও মনোহরী পট্টির কাপড় এবং জুতার দোকানগুলোতে বাংলা নববর্ষকে সামনে রেখে "মূল্য হ্রাস", "অভাবনীয় মূল্য হ্রাস" ও "আকর্ষণীয় মূল্য হ্রাস" লেখা বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন সাঁটানো রয়েছে। মূল্য হ্রাসের নামে চৈত্র মাসেই নিম্নমানের কাপড় বা বস্ত্র সামগ্রী এবং অপ্রচলিত জুতা কম মূল্যে বিক্রির জন্য দোকানে উঠানো হয়। কিছু কিছু দোকানদার স্টকে থাকা পুরাতন সামগ্রীগুলো মূল্য হ্রাস দিয়ে চালিয়ে দিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ক্রেতা জানিয়েছেন মূল্য হ্রাসের নাম দিয়ে পুরাতন, নিম্নমানের এবং অপ্রচলিত সামগ্রী চালিয়ে দিচ্ছে দোকানদাররা। এ ধরনের মূল্য হ্রাসের নাম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা থেকে দোকানদারদের বিরত থাকা উচিত বলে সচেতন মহল মনে করেন।আতিকুর রহমান/এফএ/এমএস