দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ৮ ইউপিতে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে চতুর্থ ধাপে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮টি ইউনিয়নে প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি। সোমবার সকালে জাতীয় পার্টির দলীয় অফিসে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়।মনোনীত প্রার্থীরা হলেন, রুহিয়া পূর্ব মোজাম্মেল হক, রুহিয়া পশ্চিম রামকৃষ্ণ, আখানগর একরামুল হক, আকচাঁ শামসুল ইসলাম, চিলারং সালেকুল হক টুলু, রহিমানপুর উসমানগণি, রায়পুর সামাদ মেম্বার ও জামালপুর পজিদুর রহমান।

মনোনয়ন দেয়া উপলক্ষে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও জাপার সহ-সভাপতি এস এম সোলাইমান আলী, সহ-সভাপতি বাবু শ্যামল কুমার ঘোষ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল রাজী স্বপন চৌধুরী, উপজেলা আহ্বায়ক পজিদুর রহমান প্রমুখ।রবিউল এহ্সান রিপন/এফএ/আরআইপি