দেশজুড়ে

বিএনপি রাজনৈতিক দল নয়, একটি প্ল্যাটফর্ম: কবির বিন আনোয়ার

বিএনপি আসলে রাজনৈতিক কোনো দল নয়, এটি একটি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মের এন্টি আওয়ামী লীগ, এন্টি স্বাধীনতা। এরা মূলত স্বাধীনতার বিপক্ষের শক্তি, ধর্মান্ধ-জঙ্গি ও ফ্যাসিবাদী। এজন্য বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়। তাই তারা নির্বাচনে আসে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকারি বেগম নূরুন নাহার তর্কবাগীশ কলেজ হল রুমে ‘রোড টু স্মাট বাংলাদেশ’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রার্থনা কর্মী (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ ও কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

রোড টু স্মার্ট বাংলাদেশের প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার আরও বলেন, তারেক রহমান বিদেশে বসে বসে লখো কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। শুধু তাই না, তারা সন্ত্রাসীরা বোমা হামলা ও অগ্নিকাণ্ড আবার শুরু করেছে। এটি কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। তাদের এসব হাল্কাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ তার যড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আবার যুক্ত হয়েছে বিদেশি চক্রান্ত।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহৎর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের (হৃদয়) সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান ও রোড টু স্মার্ট বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী আরিফুল ইসলাম।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চান, রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াছ, সাধারণ সম্পাদক আল-আমিন, যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল ও সাধারণ সম্পাদক সুমন সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এএইচ/জেআইএম