নির্বাচন সুষ্ঠু না হলে জাতিগতভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাবো। আমি একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী লোক। দেশ ও জাতির স্বার্থ বিবেচনায় কথা বলি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
অ্যাডভোকেট তৈমূর বলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন নৌকায় ভোট না দিলে বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগ থাকবে না। এই ভিডিও সম্পর্কে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতোমধ্যে তারা ভিডিও চেয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেবেন বলেছেন। পুলিশ সুপার, র্যাব এবং বিজিবি প্রতিশ্রুতি দিয়েছেন লেভেল প্লেয়িং ফিল্ড করা হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, কতগুলো সুনির্দিষ্ট অভিযোগ নির্বাচন বিচারকি অনুসন্ধান কমিটির কাছে হস্তান্তর করেছি। তারা তাৎক্ষণিক রূপগঞ্জে গেছেন এবং ব্যবস্থা নেবেন জানিয়েছেন। বিচারকি অনুসন্ধান কমিটি ও পুলিশ সুপারের তৎপরতা সবকিছু মিলে আশ্বস্ত হয়েছি।
তৈমূর বলেন, জনগণের কাছে আমার দাবি আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। জনগণ যদি মনে করে শক্ত বিরোধী দল থাকার দরকার তাহলে আমাকেই বেছে নেবে। কারণ আমরাই এখন প্রধান বিরোধী দল।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম