মেহেরপুরের গাংনীতে শতাধিক বোমা নিস্ক্রিয় করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে গাংনী থানা চত্বরে বোমাগুলো নিস্ক্রিয় করে র্যাবের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা। গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, র্যাবের ডিএডি জাকির হোসেনের নেতৃত্বে একটি দল বিভিন্ন সময়ে উদ্ধার করা শতাধিক বোমা নিস্ক্রিয় করেছে। এসময় গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান, এসআই জিল্লুর রহমান, এসআই নাসির উদ্দীনসহ পুলিশের কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।আতিকুর রহমান টিটু/এআরএ/পিআর