পাবনায় ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে পাবনা জেলা বিএনপির সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা সাধারণ মানুষকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন। তারা এ নির্বাচন বর্জনের আহ্বান জানান। তারা বলেন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটানো হবে। এরপর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।
এসময় কৃষক দলের সভাপতি শফিউল আলম শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, তাঁতীদল নেতা মুন হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমিন ইসলাম জুয়েল/এনআইবি/এএসএম