দেশজুড়ে

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সম্রাট গ্রেফতার

ফরিদপুরের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। সম্রাটের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী পরিচালনাসহ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তোফাজ্জল হোসেন সম্রাট আলিয়াবাদ গ্রামের আলাউদ্দিন মুন্সির ছেলে ও আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির শাসনামলে ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বিশ্বজিতের একটি বাহিনী গড়ে ওঠে। বিশ্বজিত গ্যাংয়ের অবৈধ মালামালের জোগানদাতা ছিলেন তোফাজ্জল হোসেন সম্রাট। র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন বিশ্বজিত।

এ ব্যাপারে আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ সাদী বলেন, আলিয়াবাদ ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকা সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জিম্মি করে রেখেছিল সম্রাট। এ বাহিনীর আয়ের প্রধান উৎস অবৈধ বালু মহাল। একাধিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, র‌্যাব ও পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে দুপুরে সম্রাটকে গ্রেফতার করে। সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এনআইবি/জিকেএস