‘দেশব্যাপী বিএনপি-জামায়াত ভোট-বিরোধী নাশকতা করছে। এটা আমাকে অ্যাফেক্ট করেছে। এ জন্য বিএনপি-জামায়াতের হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছি।’
নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে এসব কথা বলেছেন কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহারউদ্দিন বাহার।
বুধবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনে এ শুনানি শুরু হয়। শুনানি শেষে নৌকার প্রার্থী আ ক ম বাহারউদ্দিন বাহার এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ভোটে নেই। সুতরাং এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। আমার মনে হয়, আমার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) আচরণবিধি লঙ্ঘনের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহারউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে ইসি। তলবের জবাব দিতে আজ ইসিতে সশরীরে উভয় প্রার্থীই হাজির হন।
এমওএস/এমএএইচ/এমএস