সৌদি আরবে গাড়ীর নিচে চাপা পড়ে এক মামুন নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। রোববার স্থানীয় সময় সকালের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মামুনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার সমাজপাড়া গ্রামে। নিহত মামুন রিয়াদের হারাজ (মানফুয়া) এলাকায় ফার্নিসারের ব্যবসা করতেন। এ ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।ঘটনার পরপরই গাড়ির চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনগণ। নিহত মামুনের লাশ রিয়াদের সিমুছি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এআরএস/পিআর