বাগেরহাটের মোরেলগঞ্জে নকল ওষুধ তৈরির অভিযোগে অনুমোদনহীন সাজভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠিানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মালিক ফজলুর রহমান উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকার অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জেলার ওষুধ প্রশাসন ও পুলিশের একটি টিম সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জাগো নিউজকে জানান, অনুমোদন ছাড়া গবাদি পশুর ওষুধ উৎপাদন ও বিক্রয়ের অপরাধে সাজভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় উক্ত প্রতিষ্ঠান টি সাময়িক বন্ধ করা হয় এবং অনুমোদনহীন ওষুধ ও তৈরির উপকরণ স্পটে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানকালে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এসময় সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বা ওষুধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এনআইবি/এএসএম