ফরিদপুরে দশ কেজি প্লাস্টিকের বিনিময়ে হাজার টাকার বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) দুপুরে শহরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন সূত্রে জানাগেছে, এখানে কম দামে যে সমস্ত পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে সেগুলো হলো কেজি প্রতি এক টাকায় চাউল, এক টাকায় ছোলা, দুই টাকায় মসুর ডাল, তিন টাকায় চিনি, পাঁচ টাকায় সয়াবিন তেল, তিন টাকায় আটা, এক টাকায় লবণ, এক টাকায় সুজি, পাঁচ টাকায় মুরগি, পাঁচ টাকায় মাছ, চার টাকায় কম্বল, এক টাকায় কাপড়, এক টাকায় টি-শার্ট, ডিম এক ডজন দুই টাকা, ব্যাগ প্রতিটি পাঁচ টাকা, খাতা এক টাকা ও ছাতা প্রতিটি এক টাকা।
ফাউন্ডেশন এর সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন প্রমুখ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সভাপতি ফারুক আহমেদ বলেন, মাত্র ১০ কেজি প্লাস্টিক জমাদানের পরিবর্তে এখান থেকে কুপন সংগ্রহ করতে হচ্ছে। এরপর সেই কুপন ভাঙ্গিয়ে সংগ্রহ করা যাবে প্রয়োজনীয় বাজার। মূলত প্লাস্টিকের সঙ্গে জড়িত টোকাইদের একাজে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরিদপুরের ২৩০ টি পরিবার এ কাজে সম্পৃক্ত রয়েছে।
এন কে বি নয়ন/এনআইবি/জেআইএম