দেশজুড়ে

সরকার দীর্ঘমেয়াদি হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একটি সরকারের দীর্ঘ মেয়াদ না থাকলে সেই দেশের জনগণের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয় না। এ ক্ষেত্রে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সরকার প্রধানদের ক্ষমতাকালীন সময়ের দৃষ্টান্ত দিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি হত্যা না করা হতো তা হলে আজ বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো হতো।তিনি বলেন, দেরি হলেও জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে অপব্যবহার না করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি বাংলার মানুষকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করেছেন। জাতির জনক যেমন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, ঠিক তেমনি একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন হয়েছে বলেই আজ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বদরবারে এখন বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আরো যদি এই সরকারকে সময় দেয়া হয়, তা হলে সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশে পরিনত হতে সক্ষম হবে।সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন এমপির সভাপতিত্বে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল­াত মুন্না এমপি। অন্যান্যের মধ্যে আমজাদ হোসেন মিলন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য, কেএম হোসেন আলী হাসান, মম, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সদর পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরু প্রমুখ।স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিটি বাড়ি গিয়ে উন্নয়ন এবং জনগণের ভালোবাসা নিয়ে প্রতিটি ইউনিয়নে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে। শুধু এই নির্বাচন নয় জাতীয় নির্বাচনেও জনগণের রায় নেয়ার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করতে হবে।তিনি বলেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন না করে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল পর্যায়ের নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।এর আগে স্বাস্থ্যমন্ত্রী শাহজাদপুরের পোতাজিয়ায় ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।বাদল ভৌমিক/বিএ