দেশজুড়ে

রাজবাড়ীতে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয়ভাবে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলায় মোট ২৪টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।মনোনয়ন প্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুরে আব্দুর রাজ্জাক মিয়া, বসন্তপুরে জাকির হোসেন সরদার, মূলঘরে ওহিদুজ্জামান, শহীদওহাবপুরে তোরাপ আলী মন্ডল, আলীপুরে শওকত হাসান, বাণিবহে গোলাম মোস্তফা বাচ্চু, রামকান্তপুরে হাসেম বিশ্বাস, মিজানপুরে সাজেদুল হক রাজা, চন্দনীতে আব্দুর রব, খানগঞ্জে গোলাম কিবরিয়া বাবলু, বরাটে আসজাদ হোসেন আরজু, দাদশীতে রমজান আলী, পাঁচুরিয়ায় বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীর এবং খানখানাপুরে আসাদুজ্জামান লাল।অপরদিকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুরে আব্দুল আলিম মন্ডল, যশাইয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম খান, মাছপাড়ায় বর্তমান চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, বাবুপাড়ায় ইমান আলী সরদার, মৌরাটে হাবিবুল্লাাহ প্রামানিক, পাট্টাতে আব্দুর রব মুনা বিশ্বাস, সরিষায় আজমল আল বাহার, কলিমহরে আব্দুল জলিল মন্ডল ও কসবামাজাইলে জর্জ আলী বিশ্বাস।সদর ও পাংশা উপজেলার ২৪টি ইউপির ৮ ইউপিতে বর্তমান চেয়ারম্যানগণ ক্ষমতাশীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এরা হলেন-রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু, আলীপুরের শাহিন শেখ ও রামকান্তপুরের আব্দুর রহিম মোল্লা এবং পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. আব্দুস সোবাহান, বাবুপাড়ার আবুল কাশেম সরোয়ার, কসবামাজাইলের সামসুদ্দিন মন্ডল, বাহাদুরপুরের মুন্সী হাসানুল ইসলাম মোহন মুন্সী ও হাবাসপুরের আল মামুন খান ।তবে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন মনোনয়ন বঞ্চিত এসব চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়া এদের বাইরেও ক্ষমতাসীন দলের বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।রুবেলুর রহমান/এসএস/পিআর