নীলফামারীতে আগুন পোহাতে গিয়ে জরিমন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জরিমন বেওয়া সদর উপজেলার কচুকটা ইউনিয়নের দুহুলী কেরানীপাড়ার মতি তাঁতির স্ত্রী।
এলাকাবাসী জানায়, শনিবার সকাল ৮টার দিকে শীতের কারণে কয়েকজন মিলে আগুন পোহানোর সময় জরিমন বেওয়া দগ্ধ হন। পরে তাকে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে স্থানান্তরিত করেন। রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনোও সঠিক তথ্যটি পাইনি।
এএইচ/এএসএম